বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির স্মরণিকার মোড়ক উন্মোচন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ২০২০ এর স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহষ্পতিবার দুপর ২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন অনুষ্ঠানিকভাবে এ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।
এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ২০২০ কার্যনির্বাহী কমিটির সভাপতি আরিফ হোসেন, সহ-সভাপতি ড. আবদুল্লাহ আল মাসুদ, সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন চন্দ্র পাল, কোষাধ্যক্ষ রিফাত মাহমুদ, সদস্য সানবিন ইসলাম, রিফাত ফেরদৌস, সোহেল রানা, সাজেদুল ইসলাম, জ্যোতির্ময় বিশ^াস, সঞ্জয় কুমার সরকার, সাদেকুল রহমান, শাওন মিত্র উপস্থিত ছিলেন।