বরিশালে মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খাদেমকে পানি সম্পদ প্রতিমন্ত্রীর সহায়তা

বরিশাল নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের ৯টি মসজিদের ২৭জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের মাঝে নগদ অর্থ এবং খাদ্য সহায়তা দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। এছাড়া নগরীর বিভিন্ন এলাকার সাড়ে ৪০০ কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।
শনিবার দুপুর আড়াইটায় নগরীর বটতলা-চৌমাথা সড়কের পাশে ১৫ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় ১৫ নম্বর ওয়ার্ডের ৯টি মসজিদের ২৭জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের মাঝে নগদ ৫০০ করে টাকা এবং খাদ্য সামগ্রীর প্যাকেট উপহার দেয়া হয়। এছাড়াও নগরীর বিভিন্ন এলাকার ৪৫০টি কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ (খাদ্য সহায়তা) বিতরণ করেন তিনি।
খাদ্য সহায়তা প্রদানকালে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, বিসিবি পরিচালক আওয়ামী লীগ নেতা আলমগীর খান আলো, মহানগর ছাত্রলীগ সভাপতি মো. জসিমউদ্দিন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা প্রদানকালে প্রতিমন্ত্রী আবারও করোনা এড়াতে সবাইকে নিজ নিজ ঘরে থাকার আহ্বান জানান।