বরিশালে প্যারালাইজড শিক্ষিকার রহস্যজনক মৃত্যু

বরিশালে জ্যোৎ¯œা বেগম (৫৫) নামে প্যারালাইসিসে আক্রান্ত শিক্ষিকার রহস্যজনক মৃত্যু হয়েছ। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপতাল মর্গে পাঠিয়েছে।
শনিবার সকালে বরিশাল জেলার উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রাম থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহয় উদ্ধার করে পুলিশ।
জ্যোৎ¯œা ওই এলাকার মৃত আলতাফ হোসেনের স্ত্রী এবং সে একটি কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষিকা ছিলেন।
জ্যোৎ¯œা বেগম দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন তিনি। জ্যোৎ¯œ বেগম ওই ঘরে তার পুত্রবধূ মীরু বেগমকে নিয়ে বসবাস করতেন। তার একমাত্র ছেলে অপু লরি ট্রাকের চালক। ঘটনার সময় অপু চট্টগ্রামে অবস্থান করছিলেন।
মরদেহ উদ্ধারকারী উজিরপুর থানার এসআই মো. মানিক ও রবিউল ইসলাম জানান, পুত্রবধূ মিরু বেগম ডাক চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে জ্যোৎ¯œাকে তার নিজ বিছানার উপর বসা অবস্থায় দড়িতে ওড়না পেচানো অবস্থায় পাওয়া যায়। যেভাবে তার মরদেহ উদ্ধার করা হয়েছে তাতে বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। জ্যোৎ¯œার মরদেহ ফাঁস লাগানো বিছানায় বসা ছিলো।
ঘটনাস্থল পরিদর্শনকারী উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বলেন, বিষয়টি রহস্যজনক ও সন্দেহজনক হওয়ায় মরদেহ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ