বরিশালের আকাশে ৭ মাস পরে উড়বে নভোএয়ার

বরিশালের আকাশে ৭ মাস পরে উড়বে নভোএয়ার

দীর্ঘ সাত মাস পরে আবারও ১ মার্চ থেকে বরিশাল-ঢাকা রুটে চালু হচ্ছে নভোএয়ারের ফ্লাইট।

রবিবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে নভোএয়ার বরিশালের সিনিয়র এক্সিকিউটিভ, মার্কেটিং ও সেলসের মো. আরেফিন ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞতিতে বলা হয়েছে, আগামী বুধবার (১ মার্চ) থেকে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে নভোএয়ার। এই রুটে একমুখী (ওয়ানওয়ে) সর্বনি¤œ ভাড়া নির্ধারণ করেছে ২ হাজার ৮০০ টাকা। প্রতি শনিবার, সোমবার এবং বুধবার বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করবে। অন্যদিকে ঢাকা থেকে সকাল ১০টা ৪০ মিনিটে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে।

উল্লেখ্য, যাত্রী সংকটের কারণে গত বছরের ১লা আগষ্ট থেকে বরিশাল রুটে নভোএয়ার ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ রাখে।