বরিশালে টিসিবি পন্য কিনতে ক্রেতাদের ভীড় বাড়ছে

বরিশালে টিসিবি পন্য কিনতে ক্রেতাদের ভীড় বাড়ছে। স্বল্প সংখ্যক ডিলার হওয়ায় প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে টিসিবি ক্রেতার লাইন। আবার দেরীতে কার্যক্রম শুরুর অভিযোগ রয়েছে টিসিবি ডিলারদের বিরুদ্ধে। ব্যাগ নিয়ে সকাল থেকেই লাইনে ঠায় দাঁড়িয়ে থাকতে হয় ক্রেতাদের।
গতকাল বুধবার সকালে নগরীর আছমত আলী খান মাধ্যমিক বিদ্যালয় মাঠে টিসিবি পন্য কিনতে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে।
ক্রেতারা জানান, একজন ক্রেতা ৫৫ টাকা দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ২ কেজি ডাল এবং ১০০ টাকা দরে ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারেছ। বাজার দরের চেয়ে কম দামে টিসিবি পন্য কিনতে পেরে খুশি তারা। তবে নিত্য প্রয়োজনীয় আরও কিছু পন্য টিসিবি’র মাধ্যমে বিক্রি হলে করোনা ও লকডাউনের মধ্যে নি¤œ আয়ের মানুষের উপকার হতো বলে জানান তারা। তবে ডিলাররা দেরীতে কার্যক্রম শুরু করায় সকাল থেকে ব্যাগ নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় বলে অভিযোগ করেন তারা।
টিসিবি ডিলার মো. তুহিন মোল্লা জানান, টিসিবি দৈনিক ৬০০ কেজি চিনি, ৫০০ কেজি ডাল এবং ৪০০ লিটার সয়াবিন তেল বিক্রির বরাদ্দ দিচ্ছে তাদের। পন্য উত্তোলনে দেরী হওয়ায় বিক্রিও কিছুটা দেরীতে শুরু হয়। টিসিবি পন্য সরবরাহ বাড়িয়ে দিলে গ্রাহকরা সুবিধা পাবেন বলে তিনি জানান।
ঈদের পর গত ২৬ জুলাই থেকে ফের শুরু হয় টিসিবির ন্যায্য মূল্যে পন্য বিক্রি কার্যক্রম। প্রতিদিন নগরীর ৩টি পয়েন্টে ডিলারদের মাধ্যমে ন্যায্য মূল্যে চিনি, ডাল এবং সয়াবিন তেল বিক্রি করছে টিসিবি।