বরিশালে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ সমাবেশ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকী ও কটুক্তির প্রতিবাদে বরিশালে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ।
কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের সোহেল চত্ত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাদিক আবদুল্লাহ। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম সরোয়ার রাজিবের সঞ্চালনায় সমাবেশে জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ জনগনের জন্য রাজনীতি করে। আওয়ামী লীগ জনগনের উপর অন্যায় অত্যাচার করে না। আগামী নির্বাচনে মাঠে খেলা হবে বলে সমাবেশে বিরোধী দলকে হুশিয়ার করে দেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
তিনি আরও বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকী মূলত আওয়ামী লীগকে হুমকী। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে হুমকী। ১৫ আগস্টে যারা হত্যাকান্ড করেছে তাদের সঙ্গে সম্পৃক্ত লোকজনই প্রধানমন্ত্রীকে কটুক্তি করছে বলে সমাবেশে অভিযোগ করেন বরিশালের মেয়র।
সামবেশ শেষে সেখান থেকে সাদিক আবদুল্লাহর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদর রোড, লাইন রোড, চকবাজার, ও ফজলুল হক এভিনিউ হয়ে ফের সোহেল চত্ত্বরে গিয়ে শেষ হয়।
আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশের কারনে নগরীর কাকলীর মোড় থেকে সদর রোডের ফাতেমা সেন্টার মোড় পর্যন্ত প্রায় ২ ঘন্টা আটকে রাখে পুলিশ। এ কারনে ওই সড়কে কোন যানবাহন চলাচল করতে পারেনি। সদর রোড আটকে দেয়ায় আশপাশের অন্যান্য সড়কে ব্যাপক জানজটের সৃস্টি হয়। এতে দুর্ভোগে পড়েন হাজার হাজার বাসিন্দা।
এদিকে আওয়ামী লীগের সমাবেশ ও মিছিল উপলক্ষ্যে সদর রোড সহ আশপাশের এলাকায় কটোর নিরাপত্তার ব্যবস্থা করে মেট্রোপলিটন পুলিশ।