বরিশালে ইয়াবাসহ আটক ২

বরিশালে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল।
আটককৃতরা হলো , নলছিটি উপজেলার দপদপিয়া সিকদার বাড়ির মৃত মো. আমির সিকদারের ছেলে মো. রাজিব সিকদার (৩৪) ও বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী গ্রামের মাতব্বর বাড়ির মো. রফিকুল ইসলামের ছেলে মো. জাহিদ মাতব্বর (৪৮)।
গত বুধবার রাত সাড়ে ৮ টায় বন্দর থানাধীন আনন্দ বাজারের আব্দুল রশিদ হাওলাদারের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম গত বুধবার রাত সাড়ে ৮ টার দিকে বন্দর থানাধীন আনন্দ বাজারের আব্দুল রশিদ হাওলাদারের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় ২০ পিস ইয়াবাসহ রাজিব সিকদার ও জাহিদ মাতব্বরকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ।