বরিশালে ইয়াবা, মদ ও গাঁজাসহ ৬ মাদক কারবারি আটক

বরিশালে ইয়াবা, মদ ও গাঁজাসহ ৬ মাদক কারবারি আটক


বরিশাল নগরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, মদ ও গাঁজাসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৮ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরমধ্যে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন ক্ষুদ্রকাঠি এলাকায় অভিযান চালিয়ে ৪৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত ৩০০ টাকাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। গতকাল শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮।

এর আগে শুক্রবার দিবাগত রাতে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ দল ওই অভিযানটি পরিচালনা করেন। অভিযানে আটককৃত মো. আবুল হোসেন (৪৫) বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠী এলাকার বাসিন্দা এবং মো. সাইফুল ইসলাম (২৫) বরিশাল নগরের এয়ারপোর্ট থানাধীন ক্ষুদ্রকাঠি এলাকার বাসিন্দা।

অপরদিকে মহানগর গোয়ন্দো শাখার সহকারী পুলিশ কমিশনার নরেশ চন্দ্র কর্মকারের নেতৃত্বে পুলিশ পরিদর্শক বিপ্লব মিস্ত্রি, এসআই সৈয়দ খায়রুল আলম, মো. মহিউদ্দিন ও তাদের তাদের সঙ্গীয় ফোর্সসহ নগরের উত্তর বগুড়া রোডস্থ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় সংলগ্ন সড়কে অভিযান চালায়। এসময় নগরের অক্সফোর্ড মিশিন রোড এলাকার রিয়াজ তালুকদার (৪০) ও রুইয়া হাওলাদার বাড়ি এলাকার মো. জামাল মোল্লা ওরফে রামু (৪৫) কে আটক করা হয়। এসময় রিয়াজের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এর আগে মহানগর গোয়ন্দো শাখার সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম শামিমের নেতৃত্বে নগরের পিডাব্লিউডি রোডে অপর এক অভিযানে ৩ বোতল ইমপেরিয়াল হুইস্কিসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো বরিশাল নগরের বাজার রোড সাগর গলি এলাকার মো. মাসুদুল ইসলাম হাওলাদার (৩০) ও স্ব-রোডস্থ বাকলার মোড় এলাকার পিয়াস বনিক (২৫)। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করেছে র‌্যাব ও পুলিশের সদস্যরা।