গলাচিপায় গাছের চাপায় মসজিদের ইমাম গুরতর আহত

গলাচিপায় গাছের চাপায় মসজিদের ইমাম গুরতর আহত

 

ঘূর্ণিঝড় "সিত্রাং" এর তান্ডবে গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন  চরবিশ্বাসের বটতলা বাজার হাজী মেহের আলী জামে মসজিদের ইমামের বাড়িতে গাছ পড়ে তার থাকার ঘর ও অজুখানা ভেঙ্গে  গেছে। গাছের  চাঁপায় ইমাম মোঃ ইসমাইল গুরতর আহত হন । 

আবহাওয়া খারাপের জন্য হুজুর কে নিয়ে হাসপাতালে যেতে পারছেন না প্রাথমিক চিকিৎসা  দিচ্ছেন বাসায় । আজ সকল ৫ টায় সময় তার ঘরের উপরে গাছ পরে । তিনি গাছের নিচে চাপা পরেন, চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে । তার ঘড় এবং সোবার  চকি ভেঙ্গে যায় তার নিচে ইসমাইল চাপা পরেন ।  স্থানীয় লোক জন গাছ কেটে তাকে উদ্ধার করেন। তার ঘাড় এবং পিঠের উপরে গাছ পড়ায় প্রচন্ড ব্যথা পেয়েছে । 

তার বড় ছেলে জাকারিয়া জানান,আবহাওয়া প্রচন্ড খারাপ হওয়ার কারনে কোথায়ও যেতে পারছিনা।  খেয়া, ট্রলার সব ধরনের জানবাহন চলাল বন্ধ আছে এমন কি ওষুধের দোকান বন্ধ আছে । আমরা তাকে গরম পানির ছ্যাকা এবং বাসায় থাকা বিষ ব্যাথার ওষুধ খাওয়াচ্ছি।  

 গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার ( অ দি )  মোঃ মহিউদ্দিন আল হেলাল জানান, স্বাস্থ্যবিভাগের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে ।