বরিশালে একদিনে সর্বোচ্চ ৭৩ করোনা শনাক্ত, পরিস্থিতি ভয়াবহ বলছেন ল্যাব প্রধান

বরিশালে একদিনে সর্বোচ্চ ৭৩ করোনা শনাক্ত, পরিস্থিতি ভয়াবহ বলছেন ল্যাব প্রধান

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমূনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৭৩জন করোনা পজেটিভ। আকান্তের হার ৩৮ শমিক ৮২ ভাগ। পরিস্থিতি ভয়াবহ বলেছেন অধ্যাপক ডা. একেএম আকবর কবির ।

গত মঙ্গলবার রাত ৯টায় প্রকাশিত রিপোর্টে এমন তথ্য পাওয়ার পর অধ্যাপক ডা. একেএম আকবর কবির অধ্যাপক ডা. একেএম আকবর কবির এমন মন্তব্য করছেন।

গত মঙ্গলবার রাত ৯টায় প্রকাশিত রিপোর্টে ১৮৮জনের নমূনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যা মোট পরীক্ষার ৩৮.৮২ ভাগ। গত বছরের ৮ মে মেডিকেল কলেজের আরটি সিপিআর ল্যাব চালু হওয়ার পর এটাই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে গত সোমবার রাত ৯টায় প্রকাশিত রিপোর্টে ১৮৬ জনের নমূনা পরীক্ষায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিলো ৩১ দশমিক ১৮ ভাগ। রবিবার রাতে প্রকাশিত রিপোর্টে ১৮৫ জনের নমূনা পরীক্ষায় ৪০জনের রিপোর্ট পজেটিভ হয়। শনাক্তের হার ছিলো ২১.৬২ ভাগ। শনিবার রাতের রিপোর্টে ১৭৪ জনের নমূনা পরীক্ষায় পজেটিভ হয় ৩৬জনের। শনাক্তের হার ছিলো ২.৬৮ ভাগ। গত শুক্রবার রাতের রিপোর্টে ১৭০ জনের নমূনা পরীক্ষায় ৩০জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিলো ১৭.৬৪ ভাগ। 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের ইনচার্জ সহকারী অধ্যাপক ডা. একেএম আকবর কবির বলেন, পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। মানুষজন স্বাস্থ্যবিধি মেনে না চলায় সংক্রামণের হার বাড়ছে। সরকার যতই চেষ্টা করুক সাধারণ জনগণ নিজে থেকে উপলব্ধি না করলে সংক্রামণ ঠেকানো যাবে না। মানুষ স্বাস্থ্যবিধি মেনে না চললে আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। করোনা সংক্রামণ থেকে বাঁচতে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়াসহ স্বাস্থ্য বিধি মেনে চলতে জনসাধারণের প্রতি অনুরোধ করেন ডা. আকবর কবির।