বরিশালে ১ ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেছেন বিএনপি ঘরানার দুই কাউন্সিলর প্রার্থী।
যার মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল সিটির প্রথম সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ারের শ্যালক সাবেক কাউন্সিলর সৈয়দ সাইদুল হক মামুনও রয়েছে।
বুধবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন দুই কাউন্সিলর প্রার্থী। ২৫ মে বিসিসি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
মনোনয়ন প্রত্যাহার করেছেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর সৈয়দ সাইদুল হক মামুন এবং মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ আকবর।
মনোনয়ন পত্র প্রত্যাহারের পর সৈয়দ সাইদুল হাসান মামুন গণমাধ্যম কর্মীদের বলেন, আমি ও আমার পরিবার বিএনপিতে আছি এবং থাকবো। দলের সিদ্ধান্ত মেনে মনোনয়ন প্রত্যাহারের কথা বলেন তিনি।