বরিশালে এক দফা দাবিতে বিএনপি’র কালো পতাকা গণমিছিল

নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর ও নতুন নির্বাচন কমিশন গঠন করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের এক দফা দাবিতে বরিশালে কালো পতাকা গণমিছিল করেছে বিএনপি।
শনিবার দুপুর ১২টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে মহানগর বিএনপি’র উদ্যোগে একটি কালো পতাকা গণমিছিল বের হয়।
বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীনের নেতৃত্বে কালো পতাকা গণমিছিলটি সদর রোড, ফজলুল হক অ্যাভিনিউ, চকবাজার ও কাঠপট্টি সড়ক হয়ে ফের দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
এর আগে দলীয় কার্যালয় চত্বরে মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবিরের সঞ্চালনায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রওনাকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় কমিটির সদস্য মেজবাউদ্দিন ফরহাদ ও আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ এবং মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল।
সমাবেশের আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল দিয়ে দলীয় কার্যালয় চত্বরে ভীড় করেন। বিএনপি’র কালো পতাকা গণমিছিলকে কেন্দ্র করে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।