৩২০ রানে এগিয়ে বাংলাদেশ

৩২০ রানে এগিয়ে বাংলাদেশ

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ১ রানে দুই উইকেট হারানো বাংলাদেশ ৩৩ রানের মাথায় হারিয়ে বসে তৃতীয় উইকেট। তিন উইকেটে ৪৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ।

চতুর্থদিনের শুরুতে দলের স্কোরে ২৬ রান যোগ হতেই সাজঘরে ফিরতে হলো টাইগার ডিপেন্ডডল ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। ব্যক্তিগত ১৮ রানেই রাহকিমের এলবির শিকার হন তিনি। রিভিও নিয়েও রক্ষা হয়নি তার।

মুশফিক সাজঘরে ফিরে গেলে ক্রিজে আসেন লিটন দাস। এ পজিশনে ব্যাটিং করতে আসার কথা ছিল সাকিব আল হাসানের। চোট থাকায় বিশ্রামে আছেন সাকিব। লিটন এসে দারুণ সঙ্গ দিচ্ছেন ক্রিজে থিতু হওয়া মুমিনুলকে। দুজনের ৫ম উইকেটের জুটিতে বড় লিডের দিকে এগোচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের লিড এখন ৩২০।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৯ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৪৯ রান। বাংলাদেশ এগিয়ে আছে ৩২০ রানে।

উল্লেখ্য, চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৪৩০ রান তুলেছিল বাংলাদেশ। পরে বাংলাদেশের স্পিন বিষে নীল হয়ে ২৫৯ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস।


ভোরের আলো/ভিঅ/০৬/০২/২০২১