বরিশালে করোনায় কর্মহীন ১০০ মানুষের মাঝে সহায়তা দিয়েছে মেট্রোপলিটন পুলিশ

বরিশালে করোনায় কর্মহীন ১০০ মানুষের মাঝে সহায়তা দিয়েছে মেট্রোপলিটন পুলিশ

করোনায় কর্মহীন অসহায়-দুঃস্থ ১০০ মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। প্রতিজনকে ১ কেজি পোলাও চাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, গুড়া দুধ, ১ প্যাকেট সেমাই এবং মসলা দেয়া হয়।

সোমবার দুপুর ১২টায় নগরীর পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান। 

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-কমিশনার (দক্ষিণ) মো. মোক্তার হোসেন এবং কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এর আগে গত এক সপ্তাহে আরও ২০০ অসহায়-দুঃস্থ মানুষকে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সহায়তা দেয়া হয় বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।