বরিশালে করোনা উপসর্গ নিয়ে ২ রোগির মৃত্যু

বরিশালে করোনা উপসর্গ নিয়ে ২ রোগির মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ২ নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মো. বাকির হোসেন জানান, হাসপাতালের গাইনি ওয়ার্ডে একজন এবং করোনা ওয়ার্ডে এক নারীর মৃত্যু হয়েছে। যাদের করোনা উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে।

হাসপতাল সূত্রে জানাগেছে,  মঙ্গলবার সকাল ৮ টার দিকে হাসপতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক নারীর (৫০) মৃত্যু হয়। ভোলা সদর থেকে আসা ওই নারী ২৭ এপ্রিল সকালে হাসপাতালে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ভর্তি হয়। মেডিসিন ওয়ার্ড থেকে তাকে ওইদিনই করোনা ওয়ার্ডে প্রেরণ করা হয়। অপরদিকে মঙ্গলবার সকাল ১০ টার দিকে হাসপতালের গাইনি ওয়ার্ডে মারা যান পটুয়াখালী সদর উপজেলার এক প্রসূতি (৩০)। তাঁরও শ্বাসকষ্টের সমস্যা ছিল।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সুত্র জানায়, বরিশাল বিভাগের ৬ জেলায় ১০৮ জন রোগির এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে। যারমধ্যে সুস্থ হয়েছে ১২ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ জন।