করোনায় আক্রান্ত হাসানুল হক ইনু

জাসদ সভাপতি হাসানুল হক ইনু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক সপ্তাহ আগে তিনি করোনায় আক্রান্ত হন। সোমবার দলটির সাধারণ সম্পাদক শিরীন আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এক সপ্তাহ আগে হাসানুল হক ইনুর করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে এখন তিনি সুস্থ আছেন। তার কোনো জটিলতা নেই।
এর বাইরে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
এক সপ্তাহ আগে হাসানুল হক ইনু করোনা আক্রান্ত হন এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে দলটির পক্ষথেকে গত ১৫ জানুয়ারি একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হাসানুল হক ইনু করোনা আক্রান্ত নন জানিয়ে বলা হয়, একদল গুজব ছড়াচ্ছে।
তবে দলে এক শীর্ষ নেতা নাম না প্রকাশ করার শর্তে জানান, প্রথমে হাসানুল হক ইনুর গানম্যান কোভিড পজিটিভ হন। পরে তিন দফায় পরীক্ষার পর গত ১৬ জানুয়ারি রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি (ইনু) ডাক্তারের পরামর্শে বাসায় আইসোলেশনে রয়েছেন।