বরিশালে করোনা ওয়ার্ডে আরো এক রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আইসোলেশনে থাকা আরো এক রোগী মারা গেছেন। এই নিয়ে গত ৯ ঘন্টায় দুইজন রোগী মারা গেছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন বেদে যুবক (২৫) মারা যায়।
মৃত যুবক মেহেন্দিগঞ্জ উপজেলার সুলতানী গ্রামের আব্দুল সরদারের ছেলে। সে একজন বেদে ছিলেন বলে জানায় তার স্বজনরা।
মৃত যুবক (২৫) গত ১৭ এপ্রিল রাত ৯টায় জ্বর, সর্দি এবং কাশিসহ করোনার উপসর্গ থাকা সত্যেও তথ্য গোপন করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ইউনিট-৩ ওয়ার্ডে ভর্তি হয়। করোনা উপসর্গ থাকায় ওইদিন রাত ১০টার দিকে লিটনকে করোনা ওয়ার্ডে আইসোলেশনে পাঠানো হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় লিটন।
এর আগে রোববার সকাল পৌনে ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আইসোলেশনে থাকা জাহাঙ্গীর হোসেন নামে এক রোগীর মৃত্যু হয়। তার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় উপজেলায়। তিনিও করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। গত ১৮ এপ্রিল রাত ৯টা ৫০ মিনিটে তিনি হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন।
বিকেল সাড়ে ৫টায় মৃত্যু হওয়া যুবকসহ দুইজনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।
এদিকে গতকাল রোববার বিকেল পর্যন্ত বরিশাল বিভাগে ৪১জনের দেহে করোনা সনাক্ত হয়। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২১জন। যার মধ্যে ৬জন ছিলেন আইসলুশনে। অন্যান্যরা বিভিন্ন জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে গত ৯ ঘন্টায় দুইজন মারা যান। তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।
এ পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৪জনের মৃত্যু হয়েছে। গত ২৮ মার্চ দিবাগত রাত সোয়া ১২টায় করোনার উপসর্গ নিয়ে শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে ভর্তির পরপরই নগরীর কাউনিয়া সাবান ফ্রাক্টরী এলাকার এক মধ্য বয়সী নারীর (৪০) মৃত্যু হয়। ৬ এপ্রিল করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সদর উপজেলার তালতলী বাড়ি মহলের এক বাসিন্দার (৫২) মারা যায়। যদিও তাদের নমূনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হয়।
গত শনিবার সকাল ১০টা ১০ মিনিটে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পিরোজপুরের কাউখালীর বিয়ারঝুড়ি এলাকার এক বৃদ্ধ (৮০) মারা যায়। জ্বর, সর্দি-কাশি নিয়ে গত ১৫ এপ্রিল হাসপাতালে ভর্তি হলেও মারা যাওয়ার আগে গত শুক্রবার সন্ধ্যায় তার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হয়।
সব শেষ গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসলুশনে চিকিৎসাধীন অবস্থায় জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার এক ব্যক্তির (২৫) মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার রাত ৯টায় জ্বর-সর্দি-কাঁশির তথ্য গোপন করে হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি হন তিনি। পরবর্তীতে বিষয়টি জানাজানি হওয়ায় ওই রাতেই তাকে করোনা ওয়র্ডের আইসলুশন ওয়ার্ডে স্থানান্তর করে কর্তৃপক্ষ।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, যাদের করোনা পজেটিভ পাওয়া যাচ্ছে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। পাশপাশি তাদের নিয়মিত নমুনা পরীক্ষা করা হচ্ছে। নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে তারা বাড়ি ফিরে যেতে পারবেন। বরিশাল বিভাগে এক সপ্তাহে ৪১জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ সময় কারোনা আক্রান্ত হয়ে ৪জনের মৃত্যু হয়েছে। অপরদিকে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৪ জনের।