আমতলী সড়কে নৌবাহিনীর জীবাণুনাশক স্প্রে

আমতলী সড়কে নৌবাহিনীর জীবাণুনাশক স্প্রে

বরগুনার আমতলীতে করোনাভাইরাসের সংক্রামন ঠেকাতে বাংলাদেশ নৌ বাহিনীর পৌরসভার বিভিন্ন সড়কে জীবাণুনাশক স্প্রে করেছেন । 

শুক্রবার সকাল ১০ টা থেকে নৌ বাহিনীর লেঃ কমান্ডার মোঃ রাকিবুল ইসলামের নেতৃত্বে করোনাভাইরাস সংক্রামন ঠেকাতে নৌবাহিনীর সদস্যরা পৌর শহরের চৌরাস্তা থেকে শুরু করে সরকারী একে পাইলট হাই স্কুল পর্যন্ত সড়ক ও সড়কের দুই পাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জীবাণুনাশক স্প্রে করেছেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ শাহআলম, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম ও সাংবাদিকরা।