বরিশালে করোনা সুরক্ষায় ভ্রাম্যমান আদালতের অভিযান

বরিশাালে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা সৃস্টির লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই’র নেতৃত্বে রবিবার সকালে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। রাস্তাঘাটে বেশীরভাগ জনগন মাস্ক না পড়ায় অসন্তোষ প্রকাশ করেন ভ্রাম্যমান আদালত।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই বলেন, অধিকাংশ জায়গায় স্বাস্থ্য সচেতনতায় মানুষের মধ্যে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। বেশীরভাগ মানুষ নানা অজুহাতে মাস্ক ব্যবহার করছেন না। আইন অমান্যকারীদের আইনের আওতায় আনা হচ্ছে। করোনা সুরক্ষায় দেয়া হচ্ছে নানা দিকনির্দেশনা। করোনা সুরক্ষায় জনসচেতনতা সৃস্টি না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি।