বরিশালে কোয়ারেন্টাইন থেকে মুক্ত হলেন ১ হাজার ২০৩ জন

বরিশালে কোয়ারেন্টাইন থেকে মুক্ত হলেন ১ হাজার ২০৩ জন

বরিশাল বিভাগের ১ হাজার ২০৩জনকে নির্দিষ্ট মেয়াদ শেষে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে। এর আগে ২ হাজার ৭৫৫জনকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছিল। বর্তমানে ১ হাজার ৫৫২জন হোম করেন্টাইনে আছেন।

গত শনিবার পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকা কিংবা মুক্ত হওয়া কারোর শরীরে করোনা সংক্রামণের কোন উপসর্গ পাওয়া যায়নি। এ ছাড়া করোনা সন্দেহে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি থাকা ৫ রোগীর মধ্যে কেউ করোনায় আক্রান্ত কিনা তা এখনও নিশ্চিত করতে পারেনি স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

এদিকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, চলতি মার্চে দেশে ফেরা বরিশাল বিভাগের ২ হাজার ৭৫৫জনকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে গত শনিবার পর্যন্ত ১ হাজার ২০৩জনকে নির্দিষ্ট মেয়াদ শেষে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে। তবে কোয়ারেন্টাইনে থাকা কিংবা মুক্ত হওয়া কারোর শরীরে করোনা সংক্রামণের কোন উপসর্গ পাওয়া যায়নি। করোনা সন্দেহে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি থাকা ৫ রোগীর মধ্যে কেউ করোনায় আক্রান্ত কিনা তা এখনও নিশ্চিত করতে পারেনি স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, হাসপাতালে ভর্তি থাকা ৫ রোগীর বিভিন্ন উপসর্গ কেন্দ্রে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী তাদের পরবর্তী পরীক্ষা-নীরিক্ষাসহ উপসর্গ অনুযায়ী তাদের চিকিৎসা চলছে বলে জানান তিনি।