বরিশালে স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা

বরিশালে  স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা

বরিশাল নগরী ও গৌরনদীতে স্বাস্থ্য বিধি অমান্য করায় ৮টি ব্যবসা প্রতিষ্ঠান এবং ১৩ জন ব্যক্তিকে ১৪ হাজার ৩শ’ টাকা জরিমানা করেছে পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী ও শরীফ মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে বরিশাল নগরীতে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার নেতৃত্বে রবিবার এই অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী, মেট্রোপুলিশ এবং জেলা পুলিশ অভিযানে সহায়তা করে। 

জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, বরিশাল নগরীতে স্বাস্থ্য বিধি অমান্য করায় ৭টি দোকান এবং ৬জন ব্যক্তির কাছ থেকে ১০ হাজার ৬শ’ টাকা জরিমানা করেন পৃথক দুটি ভ্রাম্যমান আদালত। অপরদিকে গৌরনদীতে স্বাস্থ্য বিধি উপেক্ষিত হওয়ায় ১টি দোকান এবং ৭জন পথচারীকে ৩ হাজার ৭শ’ টাকা জরিমানা করে অপর একটি ভ্রাম্যমান আদালত। 


জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।