বরিশালে খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্রমিক দলের দোয়া

বরিশালে খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্রমিক দলের দোয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া মোনাজাত করেছে শ্রমিক দল।

সদর উপজেলা শ্রমিকদলের উদ্যোগে রবিবার বেলা ১২টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

দোয়া মোনাজাতের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা শ্রমিকদলের আহবায়ক মো. রফিকুল ইসলাম আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বাবুল হাওলাদারের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা (দক্ষিন) বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় শ্রমিক দলের সাধারন সম্পাদক এমজি ফারুক ও জেলা ভারপ্রাপ্ত শ্রমিকদল সভাপতি আবদুল হক ফরাজী। বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যরা। সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

এর আগে দলীয় কার্যালয়ে জেলা (দক্ষিন) স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম জনি ও সদস্য সচিব কামরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক নিজামুর রহমান নিজাম সহ অন্যরা উপস্থিত ছিলেন।