সুজন এর অষ্টম জাতীয় সম্মেলন সফলে পটুয়াখালী জেলা ক‌মি‌টির সভা

সুজন এর অষ্টম জাতীয় সম্মেলন সফলে পটুয়াখালী জেলা ক‌মি‌টির সভা

সুশাস‌নের জন্য নাগ‌রিক (সুজন) এর অষ্টম জাতীয় স‌ম্মেলন ২০২২ উপল‌ক্ষে পটুয়াখালী জেলা ক‌মি‌টির প্রস্তু‌তি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১০ জুন বেলা ১১ টায় জহির- মেহেরুন নাসিং কলেজে সনাকের জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মানুষ কান্তি দত্ত এর সভাপতিত্বে  সাধারণ সম্পাদক  জহিরুল ইসলাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জহির- মেহেরুন নাসিং কলেজ পরিচালক ও জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি মেহেরুন নেছা, সহ-সভাপতি  জাকিয়া সুলতানা বেবি, মাহফুজা ইসলাম, সাবরিনা শাহনাজ,বাউফলের সহ-সভাপতি  পরিমল, যুগ্ম সম্পাদক মোঃ আবুল হোসেন,আতিকুল আলম,নিনা আফরিন, মোঃ সিদ্দিকুর রহমান,দপ্তর সম্পাদক কাওছার হোসেন মুন্না,ক্রিয়া সম্পাদক মেহেদী হাসান।