বরিশালে গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মহিলা পরিষদের নিন্দা ও নিরপেক্ষ তদন্ত দাবি

বরিশালে গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মহিলা পরিষদের নিন্দা ও নিরপেক্ষ তদন্ত দাবি

 

বরিশালে এক শিক্ষক ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্য রাস্তায় এক কিশোরী গৃহকর্মীকে  শারীরিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা। এঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ ছাড়াও ভিক্টিমকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া, একই সঙ্গে ঘটনার সার্বিক নিরাপত্তা ও  সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।  

দৈনিক স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় বরিশালে এক শিক্ষক ও তার স্ত্রীর বিরুদ্ধে,  প্রকাশ্য রাস্তায় ফেলে এক কিশোরী গৃহকর্মীকে ব্যাপক শারিরীক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতিত ওই কিশোরীকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রেরন করে পুলিশ।

 বাংলাদেশ মহিলা পরিষদ, বরিশাল জেলা শাখার পক্ষ থেকে সভাপতি রাবেয়া খাতুন, সহ -সভাপতি নূরজাহান বেগম, জাহান আরা বেগম, প্রফেসর শাহ- সাজেদা, সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক  প্রতিমা সরকার,  সাংগঠনিক সম্পাদক অধ্যাপিকা টুনু রানী কর্মকার , অর্থ সম্পাদক সেলিনা ইয়াছমিন এ্যানি, লিগ্যাল এইড সম্পাদক জেসমিন আক্তার, আন্দোলন সম্পাদক সুরুচি কর্মকার, প্রশিক্ষন গবেষনা ও পাঠাগার সম্পাদক মলিনা মন্ডল, প্রচার সম্পাদক পাপিয়া জেসমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ নিন্দা ও শাস্তি দাবি করেছে।