বাংলাদেশকে ওষুধ ও গ্লাভস দিল ভারত

বাংলাদেশকে ওষুধ ও গ্লাভস দিল ভারত

সার্ক কোভিড-১৯ জরুরি তহবিলের আওতায় বাংলাদেশের জন্য এক লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট এবং ৫০ হাজার জীবাণুমুক্ত সার্জিকাল ল্যাটেক্স গ্লাভস পাঠিয়েছে ভারত।

ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার জানান হয়, সার্ক কোভিড-১৯ জরুরি তহবিলের আওতায় এবং কোভিড-১৯ এর বিস্তার রোধে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সাহায্য করার উদ্দেশ্যে এই সহায়তা দেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশের সহায়তায় ভারত থেকে আনা চিকিৎসা সামগ্রীগুলো কেন্দ্রীয় ঔষধাগারের ডিপোতে পাঠানো হয়েছে। রোববার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে এসব হস্তান্তর করেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণায় ভারতের এক কোটি ডলার প্রাথমিক সহায়তা নিয়ে সার্ক কোভিড-১৯ জরুরি তহবিল গঠিত হয়। এরপর অন্যান্য দেশও সেই তহবিলে অর্থ দেওয়ার ঘোষণা দেয়। যাতে ১৫ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ।

এর আগে ২৫ মার্চ এই তহবিলের অধীনে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড-কভার সমন্বিত জরুরি চিকিৎসা সহায়তার প্রথম চালান এসেছিল ভারত থেকে।