বরিশালে চিড়িংর ৫ লাখ রেনু পোনাসহ পিকআপ জব্দ

বরিশালের দপদপিয়া সেতুর টোলপ্লাজায় অভিযান চালিয়ে গলদা ও বাঁগধা চিড়িংর ৫ লাখ রেনু পোনাসহ একটি পিকআপ জব্দ করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টায় নগরীর দপদপিয়ায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোলপ্লাজায় এই অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের কন্টিনজেন্ট কমান্ডার এম লোকমান হাকিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল দপদপিয়া সেতুর টোলপ্লাজায় অভিযান চালায়। এ সময় সেখানে থেমে থাকা একটি পিকআপ তল্লাশি করে গলদা ও বাঁগধা চিড়িংর ৫ লাখ রেনু পোনা জব্দ করে তারা। তবে এর সাথে সম্পৃক্ত কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। জব্দকৃত রেনু পোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড কর্মকর্তা লোকমান হাকিম।