বরিশালে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন

বরিশালে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন

বরিশালে বর্ণিল আয়োজনে পালিত হয়েছে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরের প্রধান প্রধান সড়ক প্রায় দুই ঘন্টা অচল হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।

বরিশালে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়  সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নগরীর সদর রোডের হিরন স্কয়ারে। সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। 

মঙ্গলবার সকাল ৯টায় সদর রোডের সোহেল চত্ত্বরের দলীয় কার্যালয় চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে তারা মুসলিম গোরস্থানে শহীদ জননী মুক্তিযোদ্ধা শাহান আরা আবদুল্লাহর কবর জেয়ারত করেন।  

এরপরই প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ ও র‌্যালীতে অংশ নিতে জেলা ও মহানগরীর বিভিন্ন স্থান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল সদর রোডে জড়ো হতে থাকে। সকাল সাড়ে ১০টার পর ছাত্রলীগ নেতাকর্মীদের ভীড়ে ওই সব সড়কে সকল ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। পায়ে হাটা স্কুল-কলেজের ছাত্রীরা পথ চলতে সমস্যার মুখোমুখি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজারো শিক্ষার্থী। 

বেলা সাড়ে ১১টার দিকে সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ শুরু হয়। জেলা ছাত্রলীগ সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অন্যান্যরা। 

সমাবেশ শেষে সোহেল চত্ত্বর থেকে একটি বিশাল বর্র্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি সদর রোড, স্বরোড, বাজার রোড, চকবাজার, ফজললু হক এভিনিউ হয়ে ফের সোহেল চত্ত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে নেতাকর্মীরা চলে যাওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।