বরিশালে ত্রিশটি স্থানে পাওয়া যায় টিসিবির পন্য

বরিশালে ত্রিশটি স্থানে পাওয়া যায় টিসিবির পন্য

বরিশাল নগরীতে প্রতিদিন ৩০টি স্থানে বিক্রি হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্য মূল্যের পন্য। সরকারের এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। 

আজ শনিবার সকালে শুরু হয় টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম। নগরীর ১১ টি স্থানে এবং জেলার ৯ উপজেলার ১৯টি স্থানে বিক্রি হচ্ছে ন্যায্য মূল্যের পন্য। প্রতিদিন এই ৩০ স্থানে ২৫ টন চিনি, ৬ টন মসুর ডাল, ৬০ হাজার লিটার সয়াবিন তেল এবং ১৫ টন পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। এরমধ্যে ৫০ টাকা কেজি দরে জনপ্রতি সর্বোচ্চ ৩ কেজি চিনি, ৫০ টাকা দরে ১ কেজি মসুর ডাল, ৮০ টাকা লিটার দরে সর্বোচ্চ ৫ লিটার সয়াবিন এবং ২৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি করে পেঁয়াজ কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। আগে ছোলা এবং খেজুর বিক্রি হলেও মজুদ শেষ হয়েছে গত ১০ মে থেকে। ন্যায্য মূল্যে পন্য কিনতে পাড়ায় খুশী সাধারন ক্রেতারা। 

এদিকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবি’র পন্য বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।