বরিশালে দুই দিনব্যাপী ‘তথ্য মেলা’ শুরু

বরিশালে দুই দিনব্যাপী ‘তথ্য মেলা’ শুরু

বরিশালে তথ্য অধিকার আইনের বাস্তবায়ন ও সর্বস্তরে তথ্যের অবাধ প্রবাহ পৌঁছে দিতে দুইদিনের তথ্য মেলার আয়োজন করা হয়েছে। টিআইবির উদ্যোগে গঠিত সচেতন নাগিক কমিটি বরিশালের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত তথ্য মেলায় তথ্য প্রদান করতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান স্টল নিয়ে অংশ নিয়েছেন।

 মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরের অশি^নী কুমার হল চত্ত্বরে দুই দিনের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

স্মারক বেলুনি উড়িয়ে মেলার উদ্বোধনের পর অশি^নী কুমার হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি এসএম অজিয়র রহমান বলেন, সারা দেশে নানা ধরণের মেলা অনুষ্ঠিত হয়। কিন্তু তথ্য জানানোর জন্য কিংবা তথ্য পাওয়ার জন্য মেলার আয়োজন নতুন মাত্রা যোগ করেছে। আমরা ডিজিটাল যুগের সুবিধা ভোগ করছি। তাই এখন আর তথ্য গোপন করে রাখার কোন সুযোগ নাই। সরকার জনগণের মাধ্যে সকল ধরণের সেবা পৌছে দিতে তথ্য অধিকার আইন করেছে। আমাদের দায়িত্ব হচ্ছে সেই আইনের সঠিক বাস্তবায়ন এবং জনগণকে তথ্য দিয়ে পাশে থাকা এবং পাশে রাখা। নাগরিকগণ যত বেশি তথ্য অধিকার সম্পর্কে সচেতন হবে, দুর্নীতির মাত্রা ততই কমে আসবে। এই অভিযানে টিআইবির উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি কাজ করছে। আমরা তার সঙ্গে সহযোগী হিসেবে পাশে আছি এবং থাকবো। 

সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ শাজেদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শুভংকর চক্রবর্তী এবং শুভেচ্ছা বক্তব্য দেন ইয়োথ এনগেজমেন্ট এ- সাপোর্ট (ইয়েস) সহসমন্বয়ক মেহেদী হাসান।

অন্যান্য বক্তারা বলেন, ‘তথ্য অধিকার আইন জনগণের জন্য একটি যুগান্তকারী আইন। সকল প্রতিষ্ঠান যদি তাদের তথ্য স্ব-স্ব ওয়েভসাইটে প্রকাশ করে, তাহলে তথ্য পেতে মানুষের ভোগান্তি কমে যাবে।’ সকলের প্রতি তথ্য অধিকার আইনকে ইতিবাচকভাবে ব্যবহারের আহ্বান জানান বক্তারা।
আলোচনা শেষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী চিত্রাংকন প্রতিযোতিা অনুষ্ঠিত হয়।

এছাড়াও দুইদিনব্যাপী মেলায় প্রাতিষ্ঠানিক তথ্য ভান্ডার ও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। সচেতন নাগরিক কমিটির ইয়েস গ্রুপ কর্তৃক পরিচালিত স্টল থেকে তথ্য অধিকার আইন সম্পর্কে ধারণা প্রদান, দুর্নীতিবিরোধী কুইজ, বিতর্ক প্রতিযোতিা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। প্রতিদিন সকাল ১০টা থেদকে রাতদ ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা উপলক্ষে দুই নি অশি^নী কুমার হল মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় সরকারি বেসরকারি ১৭টি প্রতিষ্ঠান তাদের সেবা নিয়ে মেলায় অংশ নিয়েছে।