বরিশালে দুগ্ধ খামারিদের মিল্ক ক্রিম সেপারেটর মেশিন বিতরণ

বরিশালে দুগ্ধ খামারিদের মিল্ক ক্রিম সেপারেটর মেশিন বিতরণ

বরিশালের দুগ্ধ খামারীদের মাঝে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় নগরীর নবগ্রাম রোডের জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে খামারিদের হাতে এই মেশিন তুলে দেন বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালক দীপক রঞ্জন রায়। 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলমের সভাপতিত্বে মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালক দীপক রঞ্জন রায়। এ সময় অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাসির উদ্দিন আহমেদ, ডা. মনমথ সাহা এবং বরিশাল ডেইরী ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিদিন কমপক্ষে ১০০ লিটার দুধ উৎপাদনকারী ৮ জন খামারির মধ্যে জেলা প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প থেকে ৮টি মিল্ক ক্রিম সেপারেটর মেশিন দেয়া হয়।