বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বরিশালে দিনভর নানা আয়োজনে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এরপরই পুষ্পস্তবক অর্পণ করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ আমিনুল আহসান, বরিশাল মেট্রোপলিটন এর পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান (বিপিএম বার), উপ মহাপরিচালক বরিশাল রেঞ্জের পরিদর্শক এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, বরিশাল জেলা ও মহানগর আওয়ামী, বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাব সহ বরিশালের সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার ভোর থেকে নগরীর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। তারা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এক সময় ফুলে ফুলে ছেয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনার।
এদিন বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। এছাড়াও বাসদ এবং কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বেলা সোয়া ১১টার দিকে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বেড়াতে আসা অস্ট্রেলিয়ান নাগরিক বনী লিউ। পাশাপাশি এক নাইরেজিয়ান নাগরিকও শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বনী লিউ বলেন, ভাষার জন্য জীবন দেয়ার ইতিহাস পৃথিবীর অন্য কোনো দেশে নেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করতে পেরে খুশী তিনি। এই দেশের মানুষের ভালোবাসা ও আন্তরিকতায় মুগ্ধ করেছে তাকে।
ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বরিশালের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দিতে পারলে তারাও প্রজন্মের পর প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। এদিকে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন একুশের চেতনায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন।
দিবসটি পালন উপলক্ষে নগরীর দক্ষিণ সদর রোডে এবং শহীদ মিনারের দেওয়ালে আলপনা ও আন্দোলন সময়কার বিভিন্ন চিত্র তুলে ধরেন চারুকলার শিক্ষার্থীরা। এছাড়া স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনভর নানা আয়োজনে বরিশালে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।