বরিশালে দুরত্ব বজায় রেখে স্বপ্লপরিসরে মে দিবস পালন

করোনার কারণে বরিশালের শ্রমিক সংগঠনগুলো সংক্ষিপ্ত পরিসরে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে আন্তর্জাতিক মে দিবস পালন করেছে।
শুক্রবার সকাল ১০টা থেকে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে ওই কর্মসূচি পালন করা হয়। করোনার কারণে সংক্ষেপিত সমবাবেশে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যক্ষ আকম মিজানুর রহমান বলেন, করোনার দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্রমজীবী মানুষ। তাদের কাজ বন্ধ থাকায় সংসার ঠিকমতো চলছেনা, তাই সরকারের পক্ষ থেকে দ্রুত এদের জন্য রেশনিং ব্যবস্থার দাবি জানান উপস্থিত বক্তারা।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ও ট্রেড ইউনিয়ন কেন্দ্র পৃথক ভাবে দিবসটি উপলক্ষে এই কর্মসূচি পালন করে।