করোনায় মারা গেলেন ভারতের সাবেক ক্রিকেটার চেতন চৌহান

করোনায় মারা গেলেন ভারতের সাবেক ক্রিকেটার চেতন চৌহান

ভারতের সাবেক টেস্ট ক্রিকেটার চেতন চৌহান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত মাসে তার করোনা শনাক্ত হয়। সুনীল গাভাস্কারের সঙ্গে ওপেনিং জুটি হিসেবে ভারতীয় ক্রিকেটে জায়গা করে নিয়েছেন চেতন চৌহান। সেই প্রাক্তন ভারতীয় ওপেনার চেতন চৌহানকে শেষ পর্যন্ত কেড়ে নিল করোনাভাইরাস।

রবিবার গুরুগ্রামে একটি হাসপাতালে চেতন চৌহান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৩ বছর।

গাভাস্কারের সঙ্গে চেতন চৌহানের ওপেনিং জুটিতে ৩ হাজারেরও বেশি রান রয়েছে। যার মধ্যে ১২ বার জুটিতে একশো রানের বেশি উঠেছিল। কিন্তু চৌহান নিজে বার বার নার্ভাস নাইন্টির শিকার হয়েছেন। ৪০ টেস্টে চৌহানের সর্বোচ্চ রান ৯৭। মোট রান ২০৮৪।
উত্তর প্রদেশ থেকে দুইবার লোকসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি। মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন সাবেক এ ক্রিকেটার। 


ভোরের আলো/ভিঅ/১৭/২০২০