বরিশালে ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেপ্তার

বরিশালে ধর্ষণ চেষ্টা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আল আমিন হাওলাদারকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
রোববার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আল আমিন বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ড উত্তর জাগুয়া এলাকার মৃত কারী আব্দুল রাঢ়ির ছেলে বলে নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার এএসআই রুমা পারভীন।
তিনি জানান, আল আমিনের বিরুদ্ধে উত্তর জাগুয়া এলাকার রাসেল হাওলাদারের স্ত্রী সোনিয়া বেগমকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু দমন ট্রাইবুনালে মামলা রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি রয়েছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।