বরিশালে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক সংলাপ

পুরুষতান্ত্রিক ধ্যান ধারণার পরিবর্তন না হওয়ায় নারীরা এগিয়ে যেতে পারছে না। তারপরও নানা প্রতিবদ্ধকতার মধ্য দিয়েই নারী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন দরকার নারীকে নারী নয়, মানুষ হিসেবে মর্যাদা মর্যাদা দেওয়া। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক বিভাগীয় সংলাপে এসব কথা বলেন জনপ্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকরা।
গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর গ্র্যান্ডপার্ক হোটেলের সাউথ গেট বলরুমে তৃনমূল পর্যায়ে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক বিভাগীয় সংলাপ: তৃণমূল পর্যায়ে অপরাজিতাদের সঙ্গে সংসদ সদস্যবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প, রূপান্তর, বরিশাল এই সংলাপের আয়োজন করে। সুইজারল্যা- সরকারের সহযোগিতায় সংলাপে বক্তারা বলেন, সামাজিক কুসংষ্কার ও ধর্মীয় অপব্যাখ্যার কারণে নারীরা এমনিতেই পিছিয়ে আছে। তাদের রাজনৈতিক ক্ষমতায়ন ঘটাতে হলে তাদের শিক্ষা এবং অর্থনৈতিক মুক্তি লাভ করেত হবে। নারীকে এগিয়ে নিতে হলে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের আগে তার অর্থনৈতিক ভীত মজবুত করতে হবে। তারা নারীকে নারী নয়, মানুষ হিসেবে মর্যাদা দেওয়ার কথাও বলেছেন। জনপ্রনিধি এবং নারী নেত্রীরা বলেছেন, যদি সমাজ এবং পরিবারের বিশেষ করে পুরুষদের দৃষ্টিভঙ্গীর পরিবর্তন করা যায় এবং যোগ্যতার ভিত্তিতে সুযোগ দেয়ার চেষ্টা করা হয় তাহলে নারীর সামগ্রিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব হবে। লিঙ্গ বিভেদ বা বৈষম্য নয়, নারী পুরুষ সবাইকে নিয়ে সামনে এগোতে হবে। একই সঙ্গে এই কাজে সমান দায়িত্ব নিয়ে পুরুষরা সহযোগী হবেন এমন প্রত্যাশাও করেছেন তারা।
অপরাজিতা নারীরা বরিশা-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য মো. শাহে আলম এবং সংলক্ষিত আসন-২৮ সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরার সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেনে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার আনোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালের সাধারণ সম্পাদক পুষ্প রানী চক্রবর্তী, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, নারী সংগঠক ফৌজিয়া খন্দকার, ঝালকাঠী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, বাবুগঞ্জ উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান খালেদা ওহাব, মহিলা ভাইচ চেয়ারম্যান আফরোজা বেগম সহ তৃনমূল পর্যায়ের অপরাজিতা নারীরা।
তৃণমূলের জনপ্রতিনিধি উপজেলা নারী ভাইচ চেয়ারম্যানরা বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ঘটাতে হলে পরিবার, সমাজ এবং রাষ্ট্রে নারীকে মর্যাদা দিতে হবে। যাতে নারীরা সমান তালে কাজ করে এগিয়ে যেতে পারে। তাদের রাজনৈতিক ক্ষমতায়ন ঘটাতে হলে তাদের শিক্ষা এবং অর্থনৈতিক মুক্তি লাভ করেত হবে।