৪১ সালের পূর্বে উন্নত দেশে পরিণত হবে : মেয়র সাদিক

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ বলেছেন, ৪১ সালের পূর্বে উন্নত দেশে পরিণত হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর দেওয়া অঙ্গীকার ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ পত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োহিত আলোচনা সভায় এসব কথা বলেন সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ।
রোববার সকালে নগরীরর সোহেল চত্তরে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিটি মেয়র বলেন, যেদিন (১০ জানুয়ারি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে লক্ষ লক্ষ মুক্তিকামী জনতার উপস্থিতিতে দেশের মাটিতে পা রাখেন, সেদিনই বাংলাদেশ পরিপূর্ণ স্বাধীনতা পেয়েছে। পরবর্তীতে স্বাধীনতার পরাজিত ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সোনার বাংলা গড়ার স্বপ্নকে দেশ থেকে মুছে ফেলতে কাজ করেছে।
তিনি বলেন, আমরা রাজনীতি করি কিছু পাওয়ার জন্য নয়, রাজনীতি করি মানুষকে দেবার জন্য। তাই আমাদের সকলকে মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কাজ যেন আরো বেগবান হয়ে উঠে সেদিকে লক্ষ রেখেই নেতা কর্মীদের সুশৃঙ্খলভাকে কাজ করতে হবে।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
বঙ্গবন্ধুর আদর্শ ও তার রাজনৈতিক বিষয় নিয়ে আরো বক্তব্য রাখেনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আনিসুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. কেবিএস আহমেদ কবির, সহ-সভাপতি অ্যাড. আফজালুল কবির, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. গোলাম সরোয়ার রাজিব, হাসান মাহমুদ বাবু, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন চুন্নু, মহানগর স্বোচ্ছাসেবক লীগ আহবায়ক আজিজুর রহমান শাহিন, মহানগর শ্রমিকলীগ সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস, জেলা শ্রমিকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, মহানগর যুবলীগ আহবায়ক অ্যাড, রফিকুল ইসলাম খোকন, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, মহানগর ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলীয় কার্যলয়ের সামনে বঙ্গবন্ধু অস্থায়ী প্রতিকৃর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি মেয়র, জেলা ও মহানগর আওয়ামী লীগসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।