বরিশালে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল, বাছাইয়ের আগেই নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ

বরিশাল আসন্ন সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনের মাঠ প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠেছে। আওয়ামী লীগসহ অন্যান্য দলগুলোর মধ্যে বাংলাদেশ ইসলামী আন্দোলনও বিশাল এক মটরসাইকেল র্যালীর ঘোষণা দিয়েছেন। তবে জাতীয় পার্টির (জাপা) এখনও ছোটখাটো সভা বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এরা সকলেই নিজের পক্ষে ভোট চেয়ে প্রচার চালাচ্ছেন। তবে সাবেক বিএনপি নেতা ও বরিশাল সিটির সাবেক মেয়র প্রয়াত আহসান হাবিব কামাল পুত্র স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপণ এখনও চুপচাপ রয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরীর ‘নগর ভবন চত্ত্বর’ থেকে চকবাজার পর্যন্ত গণসংযোগ করেন বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত।
এ সময় তিনি পথচারীদের সাথে করমর্দন করে দোয়া এবং ভোটাদের কাছে ভোট চেয়ে প্রচার-প্রচারনা চালাচ্ছেন।
এ সময় মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আফজালুল করিম, সদস্য ফরহাদ বিন আলম জাকির, বরিশাল জেলা শ্রমিক লীগ সভাপতি মো. শাহজাহান হাওলাদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত। এছাড়াও বিকাল ৪ টায় ওলামা লীগ বরিশাল মহানগর নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তার নির্বাচনী কার্যালয়ে। পরে সন্ধ্যা ৭ টায় ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে খেয়াঘাট এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন জনসাধারণের সাথে।
এদিকে সোমবার (৮ মে) বিকাল ৩টায় নগরীরর গড়িয়ার পাড় এলাকা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম মটরসাইকেল শোডাউন বের করার ঘোষণা দিয়েছেন। এই দিন দলটির দলটির প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম ঢাকা থেকে সড়কপথে বরিশালে আসবেন এসময় তাকে মটরসাইকেল শোভাযাত্রার মাধ্যেমে বরণ করা হবে।। পরে তাকে সংবর্ধনা দেওয়া হবে।
নির্বাচন কার্যালয়ের সূত্র অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশন এলাকায় মোট ভোট কেন্দ্র রয়েছে ১২৩টি। তার মধ্যে ভোটার স্যংখা ২ লাখ ৭৪ হাজার ৪০৭ জন। এদিকে ভোটার এবং ভোট কেন্দ্র আপডেট হচ্ছে বলে জানাগেছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ জুন বরিশাল সিটি নির্বাচনে ভোট হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৬ মে। আর ১৮ মে মনোনয়নপত্র বাছাই এবং ২৫ মে পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। পরে ২৬ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।#