বরিশালে প্রশাসনের অভিযানের মধ্যেই চলছে ঈদের বেচাকেনা

বরিশালে ভ্রাম্যমান আদালতসহ আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের মধ্যেই চলছে ঈদের বেচাকেনা। অনেকটা চোর-পুলিশ খেলার আদলেই কেটে যাচ্ছে বরিশালের ঈদ বাজার। সরকারি নিষেধাজ্ঞার মধ্যেও দোকানে বেচাকেনা চলছে নিত্য নতুন কৌশলে।
এদিকে নির্দেশ উপেক্ষা করে দোকান খোলা রেখে অবৈধ জনসমাগম করায় বরিশাল নগরী এবং জেলার উজিরপুর ও মেহেন্দিগঞ্জে ১৬ প্রতিষ্ঠান এবং ১ ব্যক্তির কাছ থেকে ৫২ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছেন পৃথক ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদার নেতৃত্বে নগরীতে এবং জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে উজিরপুরে ও মুনিরা খাতুনের নেতৃত্বে মেহেন্দিগঞ্জে এই অভিযান পরিচালিত হয়। র্যাব ও পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী এই অভিযানে সহায়তা করেন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার ভ্রাম্যমান আদালত সরকারি নির্দেশ উপেক্ষা করে দোকান খোলা রেখে অবৈধ জনসমাগম করে করোনা সংক্রামনের ঝুঁকি সৃষ্টি করায় নগরীর চকবাজারসহ বিভিন্ন এলাকার ৮টি দোকান এবং এক ক্রেতার কাছ থেকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। একই সঙ্গে ব্যবসায়ী ও ক্রেতাদের সতর্ক করে দেন তিনি।
এছাড়া জেলার উজিরপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে ধামুরা বাজারে অভিযান চালিয়ে ৫টি দোকান থেকে ২৯ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
অপরদিকে মেহেন্দিগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রেখে জনসমাগম করায় ৩টি দোকান থেকে ৩ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।