বরিশালে প্রাইভেটকারের ধাক্কায় পরীক্ষার্থীর মৃত্যু

অর্নাস তৃতীয় বর্ষের পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় ব্রজমোহন কলেজ গেট-এর সামনে মটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন পরীক্ষার্থী নাদিম হোসেন (২৩)। নাদিমের এমন মৃত্যুতে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতাল প্রঙ্গন।
বুধবার (১৬ মার্চ) বিকাল ৫ টার দিকে ব্রজমোহন কলেজের মসজিদ গেটের সামনে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম।
নিহত নাদিম বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজের অর্নাসের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের পরীক্ষার্থী ও লাকুটিয়া সড়কের আর.আর.এফ সংলগ্ন সিমেন্টের পুল এলাকার বিল্ববাড়ির মনিরুল ইসলামের ছেলে।
প্রতক্ষদর্শী ও নিহতের বন্ধু মাসুম বিল্লাহ জানান, আমি এবং নাদিম একই বিভাগে শিক্ষার্থী। পরীক্ষা শেষে নাদিম মটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় মসজিদ গেটের সামনে বসে বিপরীত দিক থেকে বেপোয়ারা গতিতে আসা একটি প্রাইভেটকার নাদিমের মটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নাদিম ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
হেড ইঞ্জুরির কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা চিকিৎসকদের।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম জানান, ব্রজমোহন কলেজের মসজিদ গেটে একজন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। প্রাইভেটকার ও চালককে আটক করা সম্ভব হয়নি। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।