শেবাচিম হাসাপাতালে কমেছে ডেঙ্গু রোগীর সংখ্যা

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা আগের দিনের থেকে কমেছে।
বুধবার (২১ আগষ্ট) ভর্তি শেবাচিম হসাপাতালে চিকিৎিসাধীন রয়েছে ১৪৭ জন। গতকাল যার সংখ্যা ছিল ১৭২ জন।
এছাড়া গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৪৫ জন। এর আগের ২৪ ঘন্টায় ভর্তি হয়েছিল ৪৮ জন। হাসপাতালের তথ্যানুযায়ী, বর্তমানে চিকিৎসাধীন ১৪৭ জন রোগীর মধ্যে পুরুষ ৯৪, মহিলা ২৭ ও শিশু ২৬ জন। ২৪ ঘন্টায় ভর্তি ৪৫ জনের মধ্যে পুরুষ ৩০, মহিলা ১০ ও শিশু ৫ জন।
অপরদিকে ২৪ ঘন্টায় বিদায়ের সংখ্যাও বেড়েছে। বিদায় নিয়েছে ৭০ জন। এর মধ্যে পুরুষ ৪০, মহিলা ২৫ ও শিশু ৫ জন। এর আগের ২৪ ঘন্টায় বিদয় নিয়েছিল ৬৫ জন। গত ১৬ জুলাই থেকে এপর্যন্ত মোট ভর্তি হয়েছে ১ হাজার ৩৭৩ জন। বিদায় নিয়েছে ১ হাজার ২২৬ জন। এই সময়ের মধ্যে মোট মারা গেছে ৫ জন।