বরিশালে বাসদের উেেদ্যাগে ‘কমিউনিটি কিচেন’ কর্মসূচি চালু

বরিশালে করোনা দুর্যোগে কর্মহীন, অসহায়-দুঃস্থ, গৃহবন্দি ও ছিন্নমুল মানুষের জন্য ‘কমিউনিটি কিচেন’ কর্মসূচির মাধ্যমে রান্না করা খাবার বিতরণ শুরু করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। সংগঠনের জেলা শাখার উদ্যোগে ‘সহযোগিতা নয়, এ বাঁধন ভ্রাতৃত্বের’ শ্লোগান নিয়ে কর্মসূচি চালু হয়।
শুক্রবার সকাল ১১ টায় নগরীর সদর রোডের বাটার গলির কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সেখান থেকে নগরীর ৩০টি ওয়ার্ডের কর্মহীন, অসহায়-দুঃস্থ, গৃহবন্দি ও ছিন্নমুল মানুষের জন্য খাবার সরবরাহ করা হয়।
‘কমিউনিটি কিচেন’ উদ্ধোধনকালে জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী বলেন, চলমান লকডাউনে অসহায়, দুঃস্থ ও কর্মহীনদের জন্য সরকারের পক্ষ থেকে এই ধরণের কর্মসূচির প্রয়োজন ছিলো। বিভিন্ন পর্যায়ের মানুষের সহযোগীতায় ‘কমিউনিটি কিচেন’ কর্মসূচীর মাধ্যমে প্রতিদিন ৩০টি ওয়ার্ডের ৬ শতাধিক পরিবারে খাবার পৌঁছে দেয়া হচ্ছে। এছাড়া আরও ২ শতাধিক ছিন্নমূল ও পথচারীদের মাঝে খাদ্য সরবরাহ করা হচ্ছে।
আগামী ৫ আগস্টের পর চলমান লকডাউন বৃদ্ধি পেলে ‘কমিউনিটি কিচেন’ কর্মসূচিও অব্যাহত থাকবে বলে জানান জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমন।