বরিশালের বেলতলা ফেরীর পন্টুন থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

বরিশালের বেলতলা ফেরীঘাটের পন্টুন থেকে কীর্তনখোলা নদীতে পড়ে শাহিন খলিফা (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে নিখোঁজ হয় সে। নিখোঁজ শাহিন খলিফা সদর উপজেলার চরমোনাইন ইউনিয়নের বিশ্বাসেরহাট এলাকার মৃত আছমত আলী খলিফার ছেলে এবং স্থানীয় চা দোকানী ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, গতকাল সকালে দোকানের জন্য মালামাল কিনতে বাড়ি থেকে বরিশাল নগরীর মোকামে যায় শাহিন। দুপুরে মালামাল নিয়ে বাড়ি ফেরার জন্য বেলতলা ফেরীঘাটে খেয়া নৌকার জন্য অপেক্ষা করছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেয়া নৌকার বিলম্ব দেখে ফেরীর পন্টুনের মটের (ফেরী বাঁধার স্তম্ভ) উপর বসে ঝিমুচ্ছিলেন শাহিন খলিফা। হঠাৎ বসা অবস্থায় কীর্তনখোলা নদীতে পড়ে যান তিনি। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস কর্মীরা কীর্তনখোলা নদীর বেলতলা ফেরীঘাট এলাকায় তল্লাশী শুরু করে। তবে বিকেল পর্যন্ত তার খোঁজ মেলেনি।
নিখোঁজ শাহিন খলিফাকে উদ্ধারের জন্য তল্লাশী অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ওসি আজিমুল করিম।