বরিশালে বিএনপির প্রতিবাদ সমাবেশ
ঢাকার নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা মকবুল হোসেনের মুক্তি এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে বরিশালে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপির ব্যানারে আজ মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ স্থলের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো।
মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবিরের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন দলের বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।
এছাড়াও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, জিয়া উদ্দিন সিকদার জিয়া, সদস্য সাইফুল আহসান আজিম, মহানগর শ্রমিকদল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল ইসলাম জাহান, মহানগর জাসাস সভাপতি মীর আদনান তুহিন, মহিলা দল নেত্রী পাপিয়া আজাদ ও ফারহানা তিথি।
বক্তারা ঢাকার নিউমার্কেটের ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা মকবুলের মুক্তির দাবি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।