বরিশাল নগরীতে স্কুলছাত্রকে কুপিয়ে জখম

বরিশাল নগরীতে মো. বনি নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে রবিবার দুপুর দেড়টার দিকে স্কুল থেকে বাসায় ফেরার পথে চাঁদমারী এলাকায় বনির উপর হামলা চালায় সন্ত্রাসীরা।
আহত বনি নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র এবং নগরীর কেডিসি কলোনী এলাকার দ্বীন ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে স্কুল থেকে বাসায় ফেরার পথে চাঁদমারী এলাকায় স্কুলছাত্র বনির উপর হামালা চালায় এলাকার কতিপয় কিশোর সন্ত্রাসী। তারা বনিকে কুপিয়ে জখম করে। এ সময় ঘটনাস্থলে কর্তব্যরত ট্রাফিক পুলিশের টিএসআই মো. কালাম আহত স্কুলছাত্রকে উদ্ধার এবং হামলাকারীদের মধ্য থেকে দুইজনকে আটক করে কোতয়ালী মডেল থানায় সোর্পদ করেন। আহত বনিকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বনি জানান, কয়েকদিন আগে চাঁদমারী এলাকার কিশোর সন্ত্রাসী আরিফের সাথে তার বাকবিতাণ্ডা হয়। এর জের ধরে আরিফসহ ৮/১০ জন তার ওপর হামলা চালায়।
কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।