বরিশালে বিশ্ব জলবায়ু ধর্মঘট উপলক্ষে সচেতন নাগরিক কমিটির মানববন্ধন

বরিশালে বিশ্ব জলবায়ু ধর্মঘট উপলক্ষে সচেতন নাগরিক কমিটির মানববন্ধন

“বাঁচাও পৃথিবী, বাঁচাও বাংলাদেশ, বাঁচাও প্রজন্ম” স্লোগান নিয়ে বরিশালে বিশ্ব জলবায়ু ধর্মঘট উপলক্ষে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)।

গতকাল শুক্রবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশসক এস এম অজিয়র রহমান।

সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি প্রফেসর শাহ সাজেদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন, কাজী সেলিনা, মনিরুল ইসলাম সোহান সহ অন্যান্যরা।

মানববন্ধন কর্মসূচিতে প্রমান অতিথি জেলা প্রশাসক বলেন, বিশ্ব জলবায়ু এখন যে প্রভাব বিশেষ করে অতিরিক্ত কার্বন নিশ^রন করার ফলে এবং তথাকথিত শিল্প উন্নয়নের ফলে তার প্রভাব বাংলাদেশ সহ দরীদ্র দেশ গুলোর উপরে পড়েছে তার থেকে আমরা আসলে কেউ বাদ যায়নী। সেটি এখন যদি বনি বনাত না করা হয় ভবিষতে এর প্রভাব আরো বারবে।  আমাদের এখনই সতর্ক হওয়া প্রয়োজন উন্নত দেশগুলোর শিল্প কল কারখানার কারনে জলবায়ু পরিবর্তনের ফলে বিরুপ আবহাওয়ার সৃষ্টি হয়েছে সেদিকে যেমন সতর্ক হতে হবে। তেমনী বাংলাদশে আমাদের প্রত্যেকটি যায়েগাতে পরিবেশ নিশ্চত করতে হবে। আমাদের শিল্প কল কারখানা পরিবেশ সম্মত হয় সেদিকে লক্ষ রাখতে হবে। সকল দেশ একত্রিত হয়ে যদি সতর্ক না হয় তাহলে আমাদের পরবর্তি প্রজন্ম আরো বেশী সমস্যায় পড়বে।