বরিশালে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

বরিশালে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হয়েছে।
‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ শ্লোগান নিয়ে শুক্রবার সকাল সাড়ে ৮ টায় জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা জজ আদালত চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়।
পরে আদালতের সভা কক্ষে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজার সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারক অরুনাভ চক্রবর্তী, সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহম্মদ আল মামুন, জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম বিপিএম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং পাবলিক প্রসিকিউটর ওবায়েদুল্লাহ সাজুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সভা শেষে দুই জন উপকারভোগীর মাঝে জেলা অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির মাধ্যমে সেলাই মেশিন বিতরণ করা হয়।