বরিশালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহে আলোচনা সভা

বরিশালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহে আলোচনা সভা

‘শিশুর সাথে শিশুর তরে বিশ্ব গড়ি নতুন করে’ শ্লোগান নিয়ে বরিশালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০-এর উদ্বোধনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও বরিশাল শিশু একাডেমির আয়োজনে বরিশাল সার্কিট হাউজে শিশু সপ্তাহের উদ্বোধন এবং আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল লতিফ মজুমদার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন, জেলা আওয়ামী লীগ সহসভাপতি মো. হোসেন চৌধুরী, জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী এবং ইউনিসেফ বরিশাল বিভাগীয় প্রধান তৌফিক আহমেদ।

এছাড়া উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।