বরিশালে আজ শুরু হয়েছে ভোটার হালনাগাদ কর্মসূচি

দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি। প্রথম ধাপে বরিশাল সিটি করপোরেশন, বরিশাল সদর, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় তথ্য সংগ্রহ কার্যাক্রম শুরু হয়েছে।
৪টি ধাপে এবারের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন। আগামী ৯ জুন পর্যন্ত প্রথম ধাপ চলবে। ১০ জুন থেকে শুরু হবে নিবন্ধন কার্যক্রম। শেষ হবে ২১ জুলাই।
আজ শুক্রবার এ কার্যক্রমরে অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশনের কর্মকর্তারা। যাদের জন্ম পহেলা জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে এবং ইতোপূর্বে যারা ভোটার হননি তাদের হালনাগাদ তথ্য সংগ্রহ করা হয়। এ সময়ে মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে।
নতুন ভোটার হতে পেরে খুশি অনেকে। লাইনে না দাঁড়িয়ে কোন রকম ঝামেলা ছাড়া বাড়িতে বসে ভোটার হতে পেরে খুশি নগরীর সিএন্ডবি সড়কের বাসিন্দা তানজিলা খান হৃদি।
এদিকে নির্বাচন কর্মকর্তা জানান, সিটি করপোরেশন ও সদর উপজেলায় ২১৮ জন তথ্য সংগ্রহকারী এবং ৪৮জন সুপারভাইজার এই কাজে নিয়োজিত রয়েছে। ২১ দিনের মধ্যে ৩৭ হাজার নতুন ভোটারকেক অন্তর্ভুক্তিকরণ করা কবে। এই কাজে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
নতুন ভোটার হতে হলে ১৭ ডিজিটের অনলাইন জন্ম সনদ, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এবং ইউটিলিটি (বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন) বিলের কপি প্রয়োজন হবে।