বরিশালে ভেজাল বিরোধী অভিযানে ২৩০০০ টাকা জরিমানা

বরিশালে অভিযানে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসময় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের কাছ থেকে ২৩ হাজার টাকা আদায় করা হয়। বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ মিজানুর রহমান ।
গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার সকাল সোয়া ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বরিশালের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল শাখার কর্মকর্তারা।
এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং ওষুধ বিক্রি ও পণ্যের মোড়ক না থাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল এর উপস্থিতিতে বরিশাল মহানগরীর কোতয়ালী থানাধীন এলাকায় বিভিন্ন মেডিকেল হল, এবং স্টোর পরিদর্শন এবং তদারকিমূলক কার্যক্রম পরিচালনা কালে নিউ দেশী ভোজ, , শান্তা এন্টারপ্রাইজ, অ্যারাবিল্লাহ রেস্টুরেন্ট,হোটেল কাজল ,হোটেল অতিথি, যথাক্রমে ২৩,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া এবং সুমি রাণী মিত্র ।