বরিশালে মাদকদ্রব্য অপব্যবহার রোধে কর্মশালা

বরিশালে মাদকদ্রব্য অপব্যবহার রোধে কর্মশালা

বরিশালে মাদকদ্রব্যর অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ২৩ আগস্ট সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশাল ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্যালয় বরিশাল এর আয়োজনে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সহযোগিতায় মাদকদ্রব্যর অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল আল-বেরুনী, সিভিল বরিশাল ডাঃ মারিয়া হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ বরিশাল অ্যাডঃ তালুকদার মোহাম্মদ ইউনুস। 

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় বরিশাল পরিতশ কুমার কুন্ড, সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় বরিশাল মোঃ ফয়সাল, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সভাপতি মেট্রোপলিটন প্রেসক্লাব বরিশাল কাজী আবুল কালাম আজাদসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে গ্রুপ ভিত্তিক আলোচনা ও কর্মশালা পরিচালনা করা হয়।